ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

ক্ষমা চাইলেন তানজিন তিশা

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে সাংবাদিকের সঙ্গে ফোনালাপে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে হুমকি ও উড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষমা চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তাকে নিয়ে ঘটা ঘটনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ পরিবেশেনের জন্য বেসরকারি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টিফোরের এক সাংবাদিক তিশাকে ফোন করেন। সেসময় মেজাজ হারিয়ে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘সাংবাদিকরা প্রশ্ন করলেই উত্তর দিতে বাধ্য নই আমি। আপনি প্রথম এই প্রশ্ন করেছেন, তাই আপনাকে ছাড় দিলাম। এরপর কেউ সাহস করে আমাকে এই প্রশ্ন করলে আর ছাড় দেওয়া হবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এটা আমি প্রমিজ করলাম।



আপনি এই কথাটা অন্য সব সাংবাদিককে বলে দেন। নিউজ তো অনেক পরের কথা, আমি তো তখন উড়ায়া ফেলব! বাট, এখানে মুখ দিয়েও কেউ যদি বলে বা আমি শুনতে পাই কারও নাম, তাহলে আমার পাওয়ার খাটিয়ে, এমনকি যতবড় পাওয়ার খাটানো যায়, সেই পাওয়ার খাটিয়ে আমি যা করার করব। আমি আপনাকে ডিরেক্টলি বলে দিচ্ছি ভাইয়া। কারণ, এটি একজন মেয়ের জন্য খুবই সেনসেটিভ।


তাঁর এই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন বিনোদন সাংবাদিকেরা। এর মধ্যেই আজ শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি আরও বলেন, ‘বিগত কয়েক দিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানা ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফোনকলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না।



সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন,  আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সব সময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’


তিশা বলেন, ‘সবার উদ্দেশে আমার একটাই কথা, আপনারা আমাকে আমার কাজ ও আপনাদের ভালোবাসায় এত দূর এনেছেন এবং ভবিষ্যতেও কোনো প্রকার গুজবে কান না দিয়ে আমার কাজ ও আমাকে ভালোবেসে যাবেন, আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন।’


উল্লেখ্য, বুধবার রাতে ঘুমের ওষুধ খেয়ে ঢাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিশা, পরে হাসপাতাল থেকে ছাড়া পান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘুমের ওষুধ খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page