ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

ঢাকা ১৬ আসন থেকে মনোনয়ন কিনলেন আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ কিনেছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ (এমপি)।  রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এই আসনটিতে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য ছিলেন, এবারও সংসদ সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র কিনলেন তিনি।


আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি দল খুশি হয়ে মনোনয়ন দেয়, তবে আমার আসনে  উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। যা অতীতে করেছি, রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু আমার এই আসনের উন্নয়নের ইতিহাস বদলে দিব ইনশাআল্লাহ।


তিনি আরও বলেন, আমি অনেক আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের সাথে আপোষহীন ভাবে প্রতিবাদ করে থাকি। আমার আদর্শ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি শেখ হাসিনার। তার (প্রধানমন্ত্রীর) সোনার বাংলা বানানোর ভিশন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। 


সব মিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page