চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ৪৯ জন নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ ও মোহাম্মদ শেখ সাদী এ রায় ঘোষণা করেন।
রায়ের সময় কারাদণ্ডপ্রাপ্ত কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তাদের সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।