কবি, গল্পকার ও রাজনীতিবিদ বিদিশা সিদ্দিকের বাবা প্রখ্যাত কথাসাহিত্যিক আবু বকর সিদ্দিক আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে খুলনা নগরীর ৫ নম্বর মুন্সিপাড়ায় নিজের ছোট বোনের বাসভবনে প্রয়াত হন তিনি।
এই কবির ছোট বোনের ছেলে মো. শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জোহর খুলনার শহীদ হাদিস পার্কে কবির নামাজে জানাজা সম্পন্ন হবে।
মৃত্যুকালে কবি ৫ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী-সুহৃদ ও গুণগ্রাহী রেখে গেছেন।