ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

গভর্নর মালেক আশ্রয় নেন ঢাকার রেড ক্রস কার্যালয়ে

১৪ ডিসেম্বর ১৯৭১। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় শুধু সময়ের ব্যাপার মাত্র। জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি তখনো ঢাকা সেনানিবাসে গোঁ ধরে বসে আছে কিন্তু বাকি পাকিস্তানি কমান্ডারদের হৃদকম্পন উঠে গেছে। ঢাকাকে শত্রু মুক্ত করতে মুক্তিযাদ্ধা ও মিত্রবাহিনীর সৈনিকদের প্রচন্ড হামলা রাজধানীর চারদিকে। ১৩ ডিসেম্বর রাত থেকে ১৪ ডিসেম্বর ভোর পর্যন্ত পূর্ব ও পশ্চিম দিক থেকে মিত্রবাহিনীর দূরপাল্লার কামান অবিরাম গোলা ছুড়েছে। পরাজয় নিশ্চিত বুঝে রণেভঙ্গ দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. আবদুল মুতালিব মালেক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে আশ্রয় নেন ঢাকার রেড ক্রস কার্যালয়ে।


মালেক ও তার গোটা ‘পূর্ব পাকিস্তান সরকারের’ এ সিদ্ধান্তের পর নিয়াজির অবস্থা আরো কাহিল হলো। জীবন বাঁচাতে আত্মসমর্পণের পথ খুঁজছে পরাজিত পাক হায়েনার দল। পাকি জেনারেল নিয়াজি বারংবার নিরাপদ আত্মসমর্পণ নিশ্চিত করতে ভারতের সেনাপ্রধান মানেকশ’র সঙ্গে গোপনে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। আত্মসমর্পণের পর হামলা নয়, জেনেভা কনভেনশন অনুযায়ী ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছিল জেনারেল নিয়াজিসহ পাক জেনারেলরা।


মিত্রবাহিনীর কামানের গোলা গিয়ে পড়ল ঢাকা ক্যান্টনমেন্টেও। সে গোলার আওয়াজে গোটা শহর কাঁপল। ঢাকার সবাই বুঝল, আর রক্ষা নেই। গর্ভনর মালেক সেদিন সকালেই ‘সমগ্র পরিস্থিতি’ বিবেচনার জন্য গর্ভনর হাউসে মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডাকলেন। ওই বৈঠক বসানোর ব্যাপারেও রাও ফরমান আলি এবং চিফ সেক্রেটারি মুজাফফর হোসেনের হাত ছিল। মন্ত্রিসভার বৈঠক বসল বেলা ১১টা নাগাদ। একটি পাকিস্তানি ওয়্যারলেস ম্যানেজ করে মিত্রবাহিনীও প্রায় সঙ্গে সঙ্গেই জেনে গেলে এ বৈঠকের খবরটা।


সঙ্গে সঙ্গেই সংবাদ চলে গেল ভারতীয় বিমানবাহিনীর পূর্বাঞ্চলীয় হেড কোয়ার্টারে এবং কয়েক মিনিটের মধ্যেই একঝাঁক ভারতীয় জঙ্গি বিমান গভর্নর হাউসের ওপর একেবারে নির্দিষ্ট লক্ষ্যে রকেট ছুড়ল। গোটা পাঁচেক গিয়ে পড়ল গভর্নর হাউসের ছাদের ওপর। মালেক ও তার মন্ত্রিরা ভয়ে প্রায় কেঁদে উঠল। চিফ সেক্রেটারি, আইজি পুলিশসহ বড় বড় অফিসারও মিটিংয়ে উপস্থিত ছিলেন। তারাও ভয়ে যে যেমনি পারল পালাল।


বিমান হানা শেষ হওয়ার পর মালেক তার পাকিস্তানি মিত্রদের সঙ্গে আবার বসল। তারপর আর পাঁচ মিনিটও লাগল না তাদের সিদ্ধান্তে পৌঁছাতে। তারা সঙ্গে সঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিল। পদত্যাগের সিদ্ধান্ত তারা সঙ্গে সঙ্গে ঢাকার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিনিধি রেনডকে জানাল এবং তার কাছে আশ্রয় চাইল। রেনড তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলকে (বর্তমানে পাঁচ তারকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল) রেড ক্রসের অধীনে ‘নিরাপদ এলাকা’ করে নিয়েছেন। বহু বিদেশি এবং পশ্চিম পাকিস্তানি আশ্রয় নিয়েছিল ওই হোটেলে।


একাত্তরের এদিন মালেক পদত্যাগ করে সদলবলে সেখানে আশ্রয় নিল। রেনডের এলাকায় মালেক ও তার দলকে আশ্রয় দেওয়া হয়েছে, খবর পৌঁছাল জেনেভায়। সে বার্তায় বলা হলো পূর্ব পাকিস্তান সরকারের সর্বোচ্চ কর্মকর্তারা পদত্যাগ করেছে এবং রেড ক্রস আন্তর্জাতিক অঞ্চলে আশ্রয় চেয়েছে। জেনেভা চুক্তি অনুযায়ী তাদের আশ্রয় দেওয়া হয়েছে। ভারত এবং বাংলাদেশ সরকারকে যেন অবিলম্বে সব ঘটনা জানানো হয়। খবরটা যেন ভারতীয় সামরিক বাহিনীকেও জানানো হয়।


মালেক ও তার গোটা ‘পূর্ব পাকিস্তান সরকারের’ এই সিদ্ধান্তের পর নিয়াজির অবস্থা আরো কাহিল হলো। ঢাকার ওপর তখন প্রচন্ড আক্রমণ চলছে। প্রধান লক্ষ্য কুর্মিটোলা ক্যান্টনমেন্ট। নিয়াজি তখনো মার্কিনিদের ভরসায় মুখে বলছে, শেষ পর্যন্ত লড়ে যাব। কিন্তু ভেতরে ভেতরে নিরাপদ আত্মসমর্পণের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। মার্কিন সপ্তম নৌবহর যে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে এ খবর চার-পাঁচ দিন আগে থেকেই জানা ছিল। গোটা দুনিয়ায় তখন সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে আগমন নিয়ে জোর জল্পনা-কল্পনা চলছে।


মার্কিন সরকার যদিও ঘোষণা করল, কিছু আমেরিকান নাগরিক অবরুদ্ধ, বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্যই সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে যাচ্ছে। কিন্তু কেউ তা বিশ্বাস করল না। সবার মনে তখন প্রশ্ন, প্রেসিডেন্ট নিক্সন কী ইয়াহিয়াকে রক্ষার জন্য মার্কিন নৌবহরকে যুদ্ধের মাঠে নামাবেন? ঠিক কী উদ্দেশে মার্কিন সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিল এবং কেনইবা তারা কিছু না করে (বা করতে না পেরে) ফিরে গেল সে রহস্যের এখনো সম্পূর্ণ কিনারা হয়নি।


ওদিকে মিত্রবাহিনী তখন প্রচন্ডভাবে ঢাকার সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তখনো তারা ঠিক জানে না যে, ঢাকার ভেতরের অবস্থাটা কী। পাক বাহিনী কীভাবে ঢাকায় লড়তে চায় এবং ঢাকায় তাদের শক্তিই বা কতটা সে খবর মিত্রবাহিনী জানে না। নানাভাবে আসল খবরটা কিছুতেই পাওয়া গেল না। যা পাওয়া গেল সব ভুল। মিত্রবাহিনী মনে করল, ঢাকার ভেতরে লড়াই করার জন্য যদি সৈন্যদের এগিয়ে দেওয়া যায় এবং সঙ্গে সঙ্গে যদি বিমান আক্রমণ চালানো হয় তবে লড়াইয়ে সাধারণ মানুষও মরবে।


মিত্রবাহিনী এটা কিছুতেই করতে চাচ্ছিল না। তাই ওইদিনই তারা এক দিকে যেমন ফের পাক বাহিনীর কাছে আত্মসমর্পণের আবেদন জানাল এবং তেমনি অন্যদিকে ঢাকার সাধারণ নাগরিকদের অনুরোধ করল, আপনারা শহর ছেড়ে চলে যান। উত্তর এবং পূর্ব রাজধানীর দুই দিকেই তখন আরো বহু মিত্রসেনা এসে উপস্থিত। চাঁদপুরেও আর একটা বাহিনী তৈরি হচ্ছে নদীপথে অগ্রসর হওয়ার জন্য।

ads

Our Facebook Page