ঢাকা, শুক্রবার, ১৩ জুন, ২০২৫

২০২৩-২৪ অর্থবছর: কোনো রেমিট্যান্স আসেনি যে ৬ ব্যাংকে

২০২৩-২৪ অর্থবছরে দেশে ২ হাজার ৩৯১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসহ মোট ৬টি ব্যাংকে আসেনে কোনো রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 


প্রতিবেদনটিতে বলা হয়, একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, একটি বেসরকারি ব্যাংক ও ৩ টি বিদেশি ব্যাংকে গত অর্থবছরে কোনো রেমিট্যোন্স আসেনি। ব্যাংকগুলো হলো রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক। এছাড়া কোনো রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং হাবিব ব্যাংকেও।


 ২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার । আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৭১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ হাজার ৪৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।


বাংলাদেশে ব্যাংকের তথ্যানুসারে, সবচেয়ে বেশি র‌্যামিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৫৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, কাতার, ওমান ও বাহরাইন।


দ্বিতীয় সর্বোচ্চ ২৯৬ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। আর যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, কাতার, ওমান ও বাহরাইন থেকে ২০২৩-২৪ অর্থবছরে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ৩২ লাখ, ২৭৪ কোটি ১৫ লাখ, ১৬০ কোটি ৭৭ লাখ, ১৪৯ কোটি ৬৭ লাখ, ১৪৬ কোটি ১৬ লাখ, ১১৫ কোটি, ১১২ কোটি ৩৫ লাখ ও ৬৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।


 ২০২৩-২৪ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে  ঢাকায় প্রায় ১ হাজার ১৬৬ কোটি ৯ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রামে, ৬৭৮ কেটি ৩৬ লাখ ডলার। সিলেট বিভাগে ২৫৪ কোটি ৩৩ লাখ ডলার, খুলনা বিভাগে ৯২ কোটি ৬৮ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭৩ কোটি ১৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫৬ কোটি ১ লাখ ডলার, ময়মনসিংহে ৪০ কোটি ৭৮ লাখ ডলার ও রংপুরে ৩০ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।


 কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী অর্থবছরের জুন মাসে দেশে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগে গত মে মাসে দেশে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ ও ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

ads
ads

Our Facebook Page