আগামীকাল সোমবার ফের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়ে টানা চার ঘণ্টা অবরোধ করার পর আজ রাত ৮টায় শাহবাগ মোড় ছেড়েছে চাকরিতে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা।
এরপর থেকে এই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তার আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে চানখারপুল, সায়েন্সল্যাব এবং বাংলামোটর মোড় ছেড়ে দিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হন।
আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন, ক্লাস পরীক্ষা বর্জন করে চলমান ছাত্র ধর্মঘট অনির্দিষ্ট সময়ের জন্য চলবে। একই সঙ্গে আগামীকালও সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলবে। আজকে শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত অবরোধ গিয়েছে, কালকে ফার্মগেট পর্যন্ত যাবে। আমাদের আন্দোলন ছড়িয়ে পড়ছে শহর থেকে শহরে। আগামী দিনে এটা আরও ছড়িয়ে পড়বে। আমরা সংবিধানের সকল নাগরিকের সমান অধিকার আদায়ে লড়াই করছি। আমাদের আদালত দেখালে আমরা সংবিধান দেখাব।
তিনি বলেন, আমাদের আদালতের জন্য অপেক্ষা করার কথা বলা হচ্ছে। আমরা ৫০ বছর অপেক্ষা করছি। আর কত? শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে লেগে গেছে। হয় কোটা দূর করতে হবে নয়তো পুরো বাংলাদেশকে শতভাগ কোটার আওতায় নিয়ে আসতে হবে। চলমান এই সমস্যা সমাধানে লক্ষে আজ সন্ধ্যা ৭টার কিছু পর সরকারের তরফ হতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ আর সারজিস আলম।
আলোচনার কথা বলে তাদের তুলে নিয়ে গেছে পুলিশ বলে আন্দোলনকারীদের একটি মহল এসময় দাবি করে। আন্দোলনের কর্মী হাসিব আল ইসলাম সে সময় বলেছিলেন, আমাদের আন্দোলনের তিন সমন্বয়ককে প্রশাসন তাদের সঙ্গে কথা বলতে নিয়ে গেছে। উনাদের না নিয়ে আমরা শাহবাগ ছাড়বো না। আলোচনার নামে যদি আমাদের ভাইদের গ্রেপ্তার করা হয় তাহলে ছাত্র সমাজ এর উপযুক্ত জবাব দেবে। পরে আলোচনা শেষ না করেই পরিস্থিতি ঠাণ্ডা করতে চলে আসতে হয় আন্দোলনকারীদের।
এর আগে, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুর থেকে সায়েন্সল্যাব, চানখারপুল আর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে এই চারটি মোড়ের আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করতে শুরু করেন। একই সময়ে চানখারপুল মোড় অবরোধ করেন অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল শহীদুল্লাহ্ হলসহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা।
আর দুুপুর আড়াইটা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজসহ আশেপাশের কলেজের শিক্ষার্থীরা। ৩টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড় দখল শেষে শিক্ষার্থীদের একটি অংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে আসেন এবং চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে অবরোধ শুরু করেন।
এ সময় আটকে পড়া যাত্রী ও বাস চালকদের আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যেসব যাত্রী, গাড়িচালক ভাইয়েরা, ভিতর বসে আছেন আপনার এবং আপনার সন্তানের জন্যই আমাদের আন্দোলন। আপনাদের যাদের কোনো কোটা নেই আপনারা সন্তানরা যেন পড়ালেখা করে চাকরি পায় কোনো কোটার কারণে বঞ্চিত না হয় সেজন্যই আমাদের এই আন্দোলন। দয়া করে আমাদের সহযোগিতা করুন। আপনারা ছেলে যখন কোটা না থাকলেও চাকরি পাবে তখনের আনন্দ চিন্তা করে আজকের সামান্য এই কষ্ট সহ্য করুন।
এরপর শিক্ষার্থীরা কয়েক ভাগ হয়ে একটি অংশ মিন্টোরোড মোড়, আরেকটি অংশ পরীবাগ মোড় ও পরবর্তীতে বাংলা মোটরে অবস্থান নেন। এসময় কিছু শিক্ষার্থীদের রাস্তার ওপর ফুটবল, ক্রিকেট, লুডুসহ বিভিন্ন খেলা খেলে সময় পার করতে দেখা গেছে।
এর আগে পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অবস্থান নেন।এতে শিক্ষার্থীরা নিজেদের বিভাগ, হল এবং ইনিস্টিটিউটের ব্যানারে অবস্থানে যোগ দেন। এরপর এই মিছিল বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর টিএসসি হয়ে শাহবাগ এসে মোড় অবরোধ করেন।
আর বিজ্ঞান অনুষদের হলগুলো তাদের হল থেকে চানখারপুল আর ঢাকা কলেজসহ আশেপাশের কলেজগুলো সেখান থেকে সায়েন্সল্যাব অবরোধ করা হয়। এসময় শিক্ষার্থীরা ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’; ‘কোটা ছেড়ে কলম ধরো, বাংলা ব্লকেড সফল করো’; ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’ ইত্যাদি স্লোগান দেন।
গতকাল শনিবার বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীদের সমন্বয়করা বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে ঢাকার সায়েন্সল্যাবসহ বিভিন্ন মহাসড়ক, সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা তাদের এই অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এদিকে আজ দুপুরে গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়া বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল, তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন। তিনি বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের পাশাপাশি শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, পরবর্তী সময়ে সরকার কোটাব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা–সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।