ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

বেনাপোল সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৯টি স্বর্ণের বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার সকাল ৯টার দিকে দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।


আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।


বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এর ভিত্তিতে ২১ বিজিবির একটি দল সীমান্তের ধগলীর মাঠ নামক স্থানে গোপনে অবস্থান করেন। এ সময় এক ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে সীমান্তের দিকে এলে বিজিবির সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯টি স্বর্ণের বার পাওয়া যায়।


জব্দকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ৬৮ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ‘আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।’

ads

Our Facebook Page