ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দেওয়ানগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুর থেকে জবর আলী (৮০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 


মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে পৌর শহরের উত্তর কালিকাপুর গ্রামের জাকিউল ইসলামের বাড়ি সংলগ্ন পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। জবর আলী চর কালিকাপুর গ্রামের মৃত নুদু মিয়ার ছেলে।


স্ত্রী ফিরোজা বেগম জানান, দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীনতায় ভুগছেন। প্রায় ৩বছর যাবৎ সে এদিকে সেদিক ঘুরাঘুরি করে। সোমবার মধ্যরাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। মঙ্গলবার দুপুরে পুকুরে তার ভাসমান লাশ পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 


অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন ক্রান্তি চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। তিনি জানান, জবর আলীর পরিবারদের কোনো অভিযোগ ও সন্দেহ না থাকায় তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

ads

Our Facebook Page