ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ


খোন্দকার এরফান আলী বিপ্লব: আজ ০১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে। দলটির কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টায়  মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।


বেলা ১ টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ads

Our Facebook Page