ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

‘মার্চ ফর গাজা’ শিরোনামে ভিন্নধর্মী এক প্রতিবাদ

ads

রক্তাক্ত মৃত শিশুরা পরে আছে, কারো গায়ের বিভিন্ন জায়গায় ক্ষত ও রক্তের চিহ্ন, কেউ কান্না করছে আবার কেউ পরিবার-স্বজনদের খুঁজছে। এটি ফিলিস্তিনের বিভিন্ন শহরের মতো হলেও ঢাকার শাহবাগে এমন দৃশ্য দেখা গেছে। গাজা ও রাফার বর্তমান অবস্থা তুলে ধরতে এমন স্যাটায়ারধর্মী প্রতিবাদের আয়োজন করেছে সায়মুম শিল্পীগোষ্ঠী।


শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় এই ব্যতিক্রমধর্মী প্রতিবাদী কর্মসূচি পালন করেছে সায়মুম শিল্পীগোষ্ঠীর কর্মী ও স্বেচ্ছাসেবীরা। মার্চ ফর গাজা কর্মসূচির সমর্থনে এ আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এছাড়া কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রক্তাক্ত সংলাপেরও একটি দৃশ্য অভিনয় করে দেখানো হয়েছে। এসময় ডোনাল্ড ট্রাম্প বলেন, যতদিন পুরো ফিলিস্তিন ইসরায়েলের দখলে না আসে ততদিন আমরা তাদের সাহায্য করে যাব৷ সকল ধরনের সহযোগিতার মাধ্যমে ফিলিস্তিন ভূখণ্ড ইসরায়েলের দখলে দেখতে চাই। 


নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের মতো বন্ধু রাষ্ট্রের সহযোগিতা পেয়ে আমরা ধন্য। এ সহযোগিতার জন্য আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। অন্যদিকে মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একজন শিল্পী অ্যারাবিয়ান শেখ সেজেছেন। তিনি সব কিছু দেখছেন আর হাসছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখছি আসলে কেনো যুদ্ধ হচ্ছে।


এছাড়া আমাদের দেশের ভূখণ্ড অক্ষত রাখার জন্য কাজ করছি এবং নিজেদের নাগরিকদের ভোগ-বিলাসী জীবনযাপনের সকল ব্যবস্থা করছি। ব্যতিক্রমী এই প্রতিবাদী কর্মসূচি থেকে মুসলিম বিশ্বের ভূমিকার ওপর ধিক্কার জানানো হয়। এছাড়া অবিলম্বে গাজার ব্যাপারে বিশ্বের সকল মুসলিমদের ঐক্যের আহ্বান করা হয়। কর্মসূচিতে শিশুসহ ৫০ জনের বেশি শিল্পী অংশগ্রহণ করেছে।

ads
ads
ads

Our Facebook Page