ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

মিয়ানমারে সিমেন্ট-সার-তেল পাচারকালে আটক ৩

ads

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বেড়েছে পণ্যের বিনিময়ে মাদক আনা-নেওয়া। এসব বন্ধে সবসময় সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২০ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান—একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মিয়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক মিয়ানমারের 'নাইক্ষ্যংদিয়া' সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেল এবং পাচার কাজে ব্যবহৃত কাঠের বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।


সিয়াম-উল-হক আরও জানান— জব্দকৃত মালামাল এবং পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও জানান—চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


প্রসঙ্গত—গত বৃহস্পতিবার একইভাবে সেন্টমার্টিন সংলগ্ন 'ছেড়াদ্বীপ' এলাকায় মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ খাদ্যপণ্যসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

ads
ads
ads

Our Facebook Page