ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

২১ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু, ২৪ ডিসেম্বর শেষ

ads

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা হবে ২১ থেকে ২৪ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বুধবার এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং ২৪ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পাঁচটি বিষয়ে চারটি পত্রে মোট ৪০০ নম্বরে নেওয়া হবে। প্রতিটি পরীক্ষা তিন ঘণ্টার।স্বীকৃতিপ্রাপ্ত সরকারি ও বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ফলের ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ’ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।


পরীক্ষার্থীদের প্রবেশপত্র তাদের প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সাত দিন আগে সংগ্রহ করতে হবে। কেন্দ্রের নীতি অনুযায়ী, কেন্দ্র ছাড়া অন্য কেউ মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। শিক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে।


প্রতি উপজেলা সদরে সুবিধাজনক বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে প্রাধান্য দিয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী একাধিক কেন্দ্র স্থাপন করা যাবে। বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে মোট ৬০০ টাকা, যার মধ্যে বোর্ড ফি ৪০০ টাকা ও কেন্দ্র ফি ২০০ টাকা।

অনলাইনে ফরম পূরণ চলবে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।

ads
ads
ads

Our Facebook Page