এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অভিষেক শর্মা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত, ফলে জয়ের জন্য টাইগারদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ১৬৯।ইনিংসের শুরুতেই ঝড় তোলে ভারতের ব্যাটাররা। মাত্র ১০.১ ওভারে দলীয় সংগ্রহ শতরান ছুঁয়ে ফেলে তারা। তবে মাঝপথে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান বল হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে এনে ম্যাচে রাখেন বাংলাদেশকে।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন অভিষেক শর্মা। এছাড়া অন্য ব্যাটাররাও দ্রুত রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ছিলেন সেরা—৩ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, সঙ্গে অভিষেকের রানআউটে সরাসরি অবদান। মুস্তাফিজ দিয়েছেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু, আর তানজিম হাসান সাকিব ও সাইফউদ্দিনও নিয়েছেন একটি করে উইকেট।
হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেছেন ১৫ বলে অপরাজিত ১০ রান।
এখন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ—১৬৯ রানের লক্ষ্য তাড়া করে জয়ের পথে এগিয়ে যাওয়া।
বাংলাদেশ জার্নাল