ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

তরুণ সাংবাদিক মুক্তার হাসান বাঁচতে চায়

টাঙ্গাইলে কর্মরত স্থানীয় দৈনিক ও জাতীয় অনলাইন গণমাধ্যমের একজন তরুন সাংবাদিক মুক্তার হাসান জটিল (লো ব্যাক পেইন) রোগে ভুগছেন। শরীরের মধ্যাংশ কর্মক্ষম হয়ে পড়ায় তিনি নিজে থেকে চলাফেরা করতে পারছেন না। কৃত্তিমভাবে মল-মূত্র ত্যাগ করতে হচ্ছে। তিনি জন্ম থেকেই বাম হাতের কব্জি বিহীন একজন শারিরীক প্রতিবন্ধী হয়েও সাংবাদিক হিসেবে মেধার স্বাক্ষর রেখে দেশ ও সমাজ গঠণে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। ইতিমধ্যে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিবন্ধী হলেও ছয় সদস্যের সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অর্থাভাবে তিনি

ব্যায়বহুল চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন। ইতিমধ্যে ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারে এখন টানাপোড়ন চলছে। প্রতিশ্রুতিশীল সাংবাদিক মুক্তার হাসানের সুচিকিৎসার

জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। আল্লাহর ইচ্ছায় স্ব-হৃদয়বান ব্যক্তির উছিলায় একজন উদীয়মান সাংবাদিক আবারও সুস্থ্য জীবনে ফিরে আসতে পারেন। তাকে সাহায্যের জন্য বিকাশ ০১৭২৪১৯১৯৪৭।

Our Facebook Page