ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পেট জোড়া লাগানো যমজ দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বিদিরপুর মহল্লার হোটেল শ্রমিক রুবেল দম্পতির পেট জোড়া লাগানো যমজ দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে রুবেলের বাড়িতে গিয়ে নবজাতক শিশু দুটির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন। এ-সময় পরিবারের জন্য তিনি চারটি কম্বল প্রদান করেন এবং বাচ্চাদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করেন। এছাড়াও তিনি চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা পিজি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনুরোধ জানান। পাশাপাশি পরিবারটিকে আগামীতে আরো সহযোগিতা করার আশ্বাস দেন। 


এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সহকারী কমিশনার চন্দন কর। 


উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পেট জোড়া লাগানো বাচ্চা দুটির জন্ম দেন রুবেলের স্ত্রী আঙ্গুরি বেগম (৩০)। এমন অস্বাভাবিক সন্তানদের নিয়ে বিপাকে পড়েন রুবেলের পরিবার। বিষয়টি জানার পর জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ এই উদ্যোগ নেন। 

ads

Our Facebook Page