ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ইসলাম ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী রীতা দেওয়ানের জামিন দিয়েছেন আদালত

ইসলাম ধর্মের আল্লাহ ও রাসুল (সা.) অবমাননার মামলায় বাউল শিল্পী রিতা দেওয়ানকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই জামিনের আদেশ দেন।


একই আদালত গত ২ ডিসেম্বর এ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা থাকায় তিনি এদিন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।


রিতা দেওয়ান ছাড়াও দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অপর দুইজন হলেন- শাজাহান ও ইকবাল।


মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে পিবিআই। ওই প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।


গত বছর ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন।


মামলার আর্জিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের ওই ভিডিওটি ভাইরাল হয়। এই বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।


বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


সূত্র : আমাদের সময়

ads

Our Facebook Page