মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে তাণ্ডবকারীদের মধ্যে অন্যতম ভাইরাল হওয়া দাঙ্গাবাজ জ্যাক অ্যানজেলি। ক্যাপিটলে জ্যাকের খালি গায়ে মাথায় শিং পরে উল্লাস করার ছবি ভাইরাল হয়। এরপর গত শনিবার তিনি এফবিআইর কাছে আত্মসমর্পণ করলে গত সোমবার তাকে আদালতে তোলা হয়।
জানা গেছে, অর্গানিক ডায়েট চার্ট অনুযায়ী খাবার না দেওয়ায় হাজতে জ্যাক খাওয়া-দাওয়া বন্ধ রেখেছেন। তার মায়ের বরাত দিয়ে নিউজ উইকের খবরে এ তথ্য জানানো হয়েছে।
যেখানে তাকে আটক রাখা হয়, সেখানে অর্গানিক খাবার সরবরাহ না করায় গত শনিবার থেকে এ পর্যন্ত জ্যাক অ্যানজেলি কিছুই খাননি বলে জানিয়েছেন তার মা।
এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজ ভোটের গণনা এবং জো বাইডেনের বিজয় প্রত্যয়নের জন্য কংগ্রেসের যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই অধিবেশন চলাকালে ওয়াশিংটনের ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলায় খালি গায়ে মাথায় শিং পরে অংশ নেন জ্যাক অ্যানজেলি। উল্লেখ্য, জ্যাকের তার আসল নাম জ্যাকব অ্যান্থনি চ্যান্সলি।
সূত্র: আমাদের সময়
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ১২৭০৭ | ৩৪৭০১৬০ |
আক্রান্ত | ৬৯৭ | ৫২৮৩২৯ |
সুস্থ | ৭৩৬ | ৪৭৩১৭৩ |
মৃত | ১৬ | ৭৯২২ |