ঢাকা, শনিবার, ১০ জুন, ২০২৩

১১নাম্বার বড় মসজিদ এর সহ-সভাপতি করায় ১৬ আসনের এমপির নিকট কৃতজ্ঞতা আড্ডুর

রাজধানীর মিরপুরে অবস্থিত (১১নাম্বার বড় মসজিদ) ঐতিহ্যবাহী মিরপুর বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে ৩ নং সহ- সভাপতি নির্বাচিত করা হয়েছে শেখ মোহাম্মদ আলী আড্ডুকে,সম্প্রতি উক্ত মসজিদের সহ-সভাপতির দায়িত্ব পান আড্ডু,  আর দায়িত্ব পাওয়ার পর আড্ডু বলেন সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া এবং আমাদের প্রিয় অভিভাবক ঢাকা ১৬ আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ কাছে চিরকৃতজ্ঞ। বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদ সম্পর্কে আড্ডু বলেন আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে ঢাকা ১৬ আসনের যে পরিমান উন্নয়ন হচ্ছে বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির সহ রাস্তা ঘাটের জনগণ তা দেখছে এবং উপলব্ধি করতে পারছেন, আর আমরা তার সাথে থেকে এলাকায়  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং বস্তিবাসীদের পাশে থেকে তাঁর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সব সময় মাঠে আছি থাকবো। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যাতে সততার শহীত এই দায়িত্ব পালন করতে পারি।বিশেষ করে বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে পারি, উক্ত মসজিদের মুসল্লী ভাইদের সহযোগিতায় মসজিদ কমিটির সকলকে নিয়ে সব সময় যাতে মসজিদে আসা মুসল্লিদের সেবা করে আসতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আমার নেতা আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এর দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি। 

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page