ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অস্ত্র ও মদসহ র‌্যাবের হাতে আটক ৪

আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মদসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


বুধবার (৩ ফেব্রুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে আটকের বিষয়টি জানানো হয়।


তাদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি চাপাতি, দুইটি চাকু, একটি তলোয়ার, একটি কিরিচ এবং ৮৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।


আটক চারজন হলো- আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকার মোহাম্মদ জামালের স্ত্রী তাজমহল বেগম (৩৩), কুরুশকুর এলাকার সিদ্দিক আহম্মদের ছেলে আব্দুল খালেক (৫০), দক্ষিণ হাজীগাঁও এলাকার আব্দুল জলিলের ছেলে আবুল হাসেম (৪৫) ও বটতলী আশ্রয়গ্রাম এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. ইসমাইল (৪০)।


র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মদসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান, একটি থ্রি কোয়ার্টার গান, দুইটি চাপাতি, দুইটি চাকু, একটি তলোয়ার, একটি কিরিচ এবং ৮৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।


আটক চারজনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. নূরুল আবছার জানান।













































সূত্র : বাংলানিউজ২৪

ads

Our Facebook Page