ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সেঞ্চুরির রেকর্ডে ভাস্বর মুমিনুল হকের

তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুমিনুল হক। পাশাপাশি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কে নিয়ে গেলেন বাঁহাতি ব্যাটসম্যান।


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ১৭৩ বলে তুলে নেন সেঞ্চুরি। এর আগে তামিম ও মুমিনুলের সেঞ্চুরি ছিল নয়টি করে।


বিভাগীয় শহরে তামিম পারেননি। মুমিনুল সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে মুমিনুলের ব্যাট থেকে আসে সেঞ্চুরি। চট্টগ্রামের জহুর আহমেদে যা তার সপ্তম সেঞ্চুরি। নির্দিষ্ট ভেন্যুতে সেঞ্চুরিতে মুমিনুলের অবস্থান কিংবদন্তিদের পরই।


মাহেলা জয়াবর্ধনে কলম্বোতে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ডন ব্র্যাডম্যান মেলবোর্নে সেঞ্চুরি পেয়েছেন ৯টি। এছাড়া জ্যাক ক্যালিস কেপটাউনে ৯টি, কুমার সাঙ্গাকারার কলম্বোতে ৮টি, মাইকেল ক্লার্কের অ্যাডিলেডে ৭ সেঞ্চুরি রয়েছে।


ক্যারিয়ারের মন্থর সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। সেঞ্চুরি পেতে বল খেলেছেন ১৭৩টি। এর আগে ১৬৯ বলে পেয়েছিলেন সেঞ্চুরি। ২২ গজে থিতু হতে সময় নিয়েছিলেন। ইনিংস সাজাতে একটুও তাড়াহুড়ো করেননি। ইনিংসে বাউন্ডারি মেরেছেন মাত্র ৯টি। প্রথম ইনিংসে ২৬ রানে আউট হলেও শুরু থেকেই তিনি ছিলেন ছন্দহীন। দ্বিতীয় ইনিংসে তিনি বেরিয়ে আসেন খোলস থেকে।


৩১ রানে দিন শুরু করেছিলেন তিনি। দিনের প্রথম ঘণ্টায় আগের দিনের সঙ্গী মুশফিককে হারালেও মনোবল হারাননি বাংলাদেশের অধিনায়ক। হাফ সেঞ্চুরি তুলে নেন ৮৪ বলে। এরপর লিটনকে সঙ্গী করে রানের গতি বাড়িয়ে যান। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে যেতে মুমিনুল খেলেন আরও ৮৯ বল ।


ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে আরও একটি মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। ১১৫ রানের ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারের তিন হাজার রান পেরিয়ে যান। ৪১ ম্যাচে ৭৬ ইনিংসে মুমিনুলের রান ৩০০১ রান। ব্যাটিং গড় ৪১.৬৮। দ্রুততম তিন হাজার রানে তামিমকে ছুঁয়েছেন তিনি। এর আগে তামিমও তিন হাজার রান পেয়েছিলেন ৭৬ ইনিংসে।


টেস্টে সবচেয়ে বেশি রান মুশফিকুর রহিমের। ৪৪৬৮ রান করেছেন তিনি। এরপরই আছেন তামিম ইকবাল। তার রান ৪৪১৪। সাকিবের রান ৩৯৩০। হাবিবুল বাশার সুমন করেছেন ৩০২৬। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুমিনুল তিন হাজার রান ছুঁয়েছেন। ৪১ টেস্টে তার রান ৩০০১। 

ads

Our Facebook Page