ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

‘যত বেশি খেলব, ততই উন্নত হব’ : রাসেল ডমিঙ্গো

টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতি, পারফরম্যান্স ধরে রাখা এবং নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট তৈরির জন্য পর্যাপ্ত টেস্ট খেলার কথা জানালেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ যত বেশি টেস্ট খেলবে তত উন্নতি করবে।’


সীমিত পরিসরে বাংলাদেশের পারফরম্যান্সের যতটা উজ্জ্বল, সাদা পোশাকে ঠিক উল্টো। আবার ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স একরকম, দেশের বাইরে আরেকরকম। আন্তর্জাতিক অঙ্গনে টেস্টে ভালো করতে না পারার বড় কারণ দীর্ঘ বিরতি দিয়ে টেস্ট ম্যাচ খেলা এবং পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকা। এজন্য ম্যাচ খেলার ওপর জোর দিলেন বাংলদেশের প্রধান কোচ।


শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ দিনের খেলা শেষে ডমিঙ্গো বলেন,‘আমরা সত্যিই টেস্ট ক্রিকেটে মনোযোগী। আমরা উন্নতি করতে চাই।আমরা জানি দেশের বাইরে আমাদের পারফরম্যান্স ভালো নয়। আমি চাইবো, এই দলটা যেন আরও বেশি টেস্ট খেলার সুযোগ পায়। আমি এমন কয়েকটা দলকে দেখাতে পারব যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬-১৭টি ম্যাচ খেলেছে। সেখানে আমরা মাত্র তৃতীয় ম্যাচ (পড়ুন সিরিজ) খেলছি। এভাবে উন্নতি করা কঠিন। বছরে তিনটি বা চারটি টেস্ট খেললে ফর্ম ধরে রাখা, পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং নিজেদের স্টাইলের ক্রিকেট তৈরি করা কঠিন। আপনাকে অবশ্যই কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আমরা যত বেশি টেস্ট খেলবো, তত উন্নতি করবো। আশা করছি আমরা উন্নতি করবো।’


প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে নেমেছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের থেকে বড় ইনিংসের প্রত্যাশায় ছিলেন ডমিঙ্গো। প্রথম ইনিংসে অলরাউন্ডার মিরাজ তিন অঙ্কের দেখা পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১১৫ রানের ঝকঝকে ইনিংসে। নিজের শেষ টেস্টেও জিম্বাবুয়ের বিপক্ষে ১৩২ রান করেছিলেন তিনি।


টেস্ট অধিনায়কের ব্যাটিংয়ে প্রশংসা করে ডমিঙ্গো বলেন, ‘ওর ব্যাটিং অসাধারণ ছিল। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেল। জিম্বাবুয়র বিপক্ষে ঢাকায় সেঞ্চুরির পর এখানেও দ্যুতি ছড়াল। আমাদের জন্য ম্যাচটা গড়ে দিয়েছে। আমরা তার পারফরম্যান্সে সন্তুষ্ট।’

ads

Our Facebook Page