ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

উপসর্গহীন রোগীর থেকে করোনা ছড়ানোর ঘটনা ‘বিরল’

দেখতে ‘সুস্থ-সবল’ করোনা রোগীর থেকে কভিড-১৯ ‘খুব কম’ ছড়ায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সোমবার বলেন, ‘উপসর্গহীন রোগীর থেকে সংক্রমণ ছড়ানোর ব্যাপারটি এখনো বিরল মনে হচ্ছে।’

গত কয়েক মাস ধরে এই উপসর্গহীন রোগীদের নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। এমন অনেকে পজিটিভ হচ্ছেন, যাদের শরীরে কোনো লক্ষণই নেই। বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় এমন একজন রোগী শনাক্ত হয়েছেন।

কেরখোভ বলছেন, ‘অনেক রোগীকে উপসর্গহীন বলা হচ্ছে। আসলে তেমনটি নাও হতে পারে। হালকা উপসর্গ থাকতে পারে, যা দিয়ে রোগটি প্রাথমিকভাবে বোঝা যায়।’

‘যখন আমরা সত্যিকার অর্থে উসর্গহীন মানুষ খুঁজতে যাই, দেখা যায় তাদের হালকা লক্ষণ আছে।’

এমন রোগীর সংখ্যা নিতান্ত কম হলেও কয়েকজন পাওয়া গেছে বলে জানিয়েছেন কেরখোভ।

গত ডিসেম্বরে চীন থেকে নতুন এই রোগটি ছড়িয়েছে। দেশটিতেও এমন উপসর্গহীন রোগী পাওয়া গেছে। তবে সংখ্যায় খুব কম।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, রহস্যময় এই রোগে গোটা পৃথিবীতে ৪ লাখ ৮ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭১ লাখ ৯৩ হাজার ৪৭৬ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৫ হাজার ৫৫৪ জন।

Our Facebook Page