ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

রাজধানী মিরপুরের পল্লবী থেকে তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মফিজুর রহমান মামুনকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, গ্রেফতারকৃত মফিজুর রহমান মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২৭টি মামলা রয়েছে।


পুলিশ সূত্র জানায়, রাজধানীর পল্লবী থানার সন্ত্রাসীদের তালিকায় গ্রেফতার মামুন ১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত। তার বিরুদ্ধে মিরপুরের বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ ২৭টি মামলা ও জিডি রয়েছে।


এদিকে সন্ত্রাসী মামুনের আপন দুই ভাই মজিবর রহমান জামিল ও মশিউর রহমান মশুর বিরুদ্ধেও একাধিক মামলা ও অভিযোগ থাকার তথ্য রয়েছে।

ads

Our Facebook Page