ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দেশে শিল্প খাতে অবদান রাখায় ৩১ প্রতিষ্ঠানকে পুরস্কার

দেশের শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরি করায় এ বছর ৫ ক্যাটাগরিতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছে ৩১ প্রতিষ্ঠান। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।


অনুষ্ঠানে বলা হয়, ২০১৯ সালের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির তথ্য যাচাই করে এ পুরস্কার দেয়া হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে এ বছর মোট ৩১টি প্রতিষ্ঠান পুরুস্কার পেয়েছে। পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানগুলোকে ট্রফি ও সনদ দেয়া হয়েছে।


ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) ২০১২ সাল থেকে এ অ্যাওয়ার্ড কার্যক্রম পরিচালনা করছে। এবার দিয়ে ৭ বার শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য পুরস্কার দিল এনপিও।


শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

ads

Our Facebook Page