ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

গার্মেন্টস শ্রমিক হত্যা মামলায় আদালতে অভিযােগে প্রতিবেদন দাখিল

গত ২১ শে জানুয়ারী মিরপুর টেকনিক্যালে মোড়ে পার্শ্ববর্তী গার্মেন্টস শ্রমিকরা বেতন ভাতা দাবীতে গনআন্দোলন চলাকালিন আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলা কলেজ ছাত্রলীগের সন্ত্রাসীরা তাহাদের কঠোর প্রতিহত করাতে উভয়ের মধ্যে ভয়াবহ দাঙ্গাফসাদ সংঘঠিত হয় এবং সাবের উদ্দিন নামে একশ্রমিক গুলি বিদ্ধ হয়ে মৃত্যু বরন করে। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে-আইন রক্ষাকারি বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য বাধ্যতা মুলক কাদানী গ্যাস ও ফাকা গুলি নিক্ষেপ করে বলিয়া প্রত্যক্ষদর্শীদের বয়ানে প্রতিয়মান হয়। তবে ঘটনা প্রসঙ্গে জানাযায়-শ্রমিক ও প্রতিপক্ষদের মধ্যে দাঙ্গা চলাকালিন কিছু রাজনৈতীক সন্ত্রাসীরা সুবিধা আদায়ের লক্ষে এলোপাথারি গোলাগুলি নিক্ষেপ করলে ১৪/১৫জন শ্রমিক ও সাধারন ব্যক্তিসহ ২জন পুলিশ গুরুতর আহত ও প্রচুর ক্ষয়ক্ষতী সাধিত হয়। কিন্তু ময়নাতদন্তে বর্নিত গুলিবিদ্ধ মৃত ভিকটিমের দেহ থেকে জব্দকৃত বুলেট আইন সংস্থার  অস্ত্রের সাথে কোন মিল না হওয়াতে পুলিশ বাদীহয়ে সেইরাতে মিরপুর থানায় বিরোধী দলের নেতাকর্মিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। অতপর দীর্ঘ তদন্তেরপর মামলার আই/ও এস.আই.জাকির হোসেন গত ২৯/০৮/১৭ইং আদালতে মাঠে ১৪জনকে সুর্নিদিষ্ট অপরাধী চিহ্নিতকরে আদালতে অভিযোগ প্রতিবেদন দাখিল করিয়াছে। অভিযোগের বাস্তবতার প্রেক্ষাপটে আমাদের প্রতিনিধি বিভিন্ন যোগসুত্র ও অনুসন্ধানে জানতে পারেন যে-এই হত্যাকান্ডে প্রকৃতহোতা বাংলা কলেজ ও এলাকার। উশৃঙ্খল ছাত্রলীগের সদস্যরা সম্পূন জড়িত। কিন্তু বাদী রাষ্ট্র পক্ষ নিজেদের দোষ ও দায়ভার এড়ানোর জন্য ষড়যন্ত্র মুলক  অভিযোগ গুলি বিরুধী দলের সদস্যদের উপর চাপিয়ে নিঃস্কৃতি লাভকরছে। প্রতিনিধি থানায় যােগাযােগকরে অভিযুক্তদের পরিচয় সমন্ধে জানতে পারেন যে-বাংলা কলেজের ৫জন ছাত্রদলের সদস্যসহ বিএনপি শ্রমিকদল মিরপুর থানা শাখার ৯জনকে অভিযুক্ত  করাহয়েছে।অভিযুক্তদের মধ্যে ১১জন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান ও বিদেশে আত্নগোপনে আছে এবং মামলার বিষয় তাহাদের কোন ধারনাই নাই। ১৪জন অভিযুক্তদের মধ্যে হাজতী ৩জন  আসামীর পরিচয় ১।মাসুক আহমেদ(৩৭),পিং-আজাদ হোসেন,প্রচার সম্পাদক শ্রমিকদল মিরপুর,২।নজরুল কবির(৩৯),পিং-মোঃশহিদুল্লা ,দপ্তর সম্পাদক শ্রমিকদল মিরপুর, ৩।মহিউদ্দিন ইমন(২৪),পিং-জহির উদ্দিন,প্রচার সম্পাদক ছাত্রদল বাংলা কলেজ,মিরপুর।পলাতক ১১জন আসামী ৪।রকিবুল ইসলাম(২৬), পিং-আব্দুল হালিম, ছাত্রদল বাংলাকলেজ মিরপুর শাখা,৫। আলাউদ্দিন। আল আজাদ(২৬),পিং-আবুল কালাম আজাদ,ছাত্রদল  বাংলাকলেজ,৬।আবু ছাইদ (২০), পিং-হাজী আলাউদ্দিন,ছাত্রদল বাংলাকলেজ,৭।মোঃ সাইফ এনাম (২৪),পিং-মােঃ দাউদ মিয়া,ছাত্রদল বাংলাকলেজ, ৮।হুমায়ুন কবির(৩৩),পিং-হাসমতআলী,শ্রমিকদল মিরপুর শাখা,৯।মোঃমামুন(৩২),পিং-মোঃ লিয়াকত, শ্রমিকদল মিরপুর শাখা,১০ | আমিরুল হক (২৫),পিং-মৃত সরফুদ্দিন, শ্রমিকদল মিরপুর শাখা,১১। সবুজ। আহমেদ(২৮),পিং-রুস্তম মিয়া শ্রমিকদল মিরপুর শাখা,১২।মোঃইরফান (৩৮), পিং-মৃত জাকির আহমেদ সেচ্ছা শেবকদল মিরপুর শাখা,১৩। মাইনুল ইসলাম (৩৪),পিং-ওমাের আলী, প্রচার সম্পাদক শ্রমিকদল, মিরপুর শাখা,১৪। ফদুিল হাসান (৩৫),পিং-মোঃ মুজাম্মেল হক, শ্রমিকদল মিরপুর থানা শাখা। থানার ও/সি এবং আই/ওকে জীজ্ঞাসাবাদে জানাযায় যে-একশ্রেনীর রাজনৈতীক মহল দলীয় ফয়দা লাভের লক্ষে পরিকল্পীত শ্রমিকদের উস্কানির মাধ্যমে আন্দোলন সৃষ্টিসহ দাঙ্গাফসাদ ও গোলাগুলি  নিক্ষেপকরে হত্যাযজ্ঞ সংঘঠিত করিয়াছে। বর্তমানে মামলটি আদালতে বিচারের প্রক্রিয়াধীন আছে এবং আইন সংস্থা পলাতক আসামীদের গ্রেফতারী তৎপড়তায় সর্বত্র ব্যস্ত আছে।

ads

Our Facebook Page