ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পাথরঘাটায় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

বরগুনার পাথরঘাটা উপজেলায় মাগরিবের নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আবুল হোসেন হাওলাদার (৫৮) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। রবিবার সকাল ১০টায় জানাজা শেষে আবুল হোসেন হাওলাদারকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।


মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদের মুসল্লি আব্দুল হামিদ বলেন, মাগরিবের আজান দিয়ে নামাজের ইমামতি শুরু করেন আবুল হোসেন। এক রাকাত নামাজ শেষে দ্বিতীয় রাকাতে শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। ওই অবস্থায় নামাজ আদায় করে যাচ্ছিলেন। দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়ে আর উঠতে পারেননি তিনি। পরে মুনাফ নামের এক ব্যক্তির ইমামতিতে বাকি নামাজ শেষ হয়। নামাজ শেষে আবুল হোসেনকে মৃত অবস্থায় সিজদায় পাই আমরা।


আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ভাই। গত শুক্রবার ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসেন তিনি। শনিবার মাগরিবের আজান দিয়ে নামাজের ইমামতির সময় তার মৃত্যু হয়।

ads

Our Facebook Page