ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু পৌনে ২৫ লাখ ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় বিশ্বব্যাপী মৃত্যু পৌনে ২৫লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৯ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৭১১ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ২৯৩ জনের।


করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, সোমবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ২৯২ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৭৭ হাজার ৮১৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৭৩ লাখ ‌১৯ হাজার ১৭৬ জন।


করোনা ভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৪২৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১১ হাজার ১৩৩ জন।


তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ৫ হাজার ৭১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৪১৮ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৬৮ হাজার ১৭৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ৫৬০ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

ads

Our Facebook Page