ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মেক্সিকোতে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের সামরিক বাহিনীর ৬ সদস্যে নিহত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সামরিক বাহিনীর অন্তত ছয় সদস্যের প্রাণহানি ঘটেছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে ভয়াবহ এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে।


ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে দুর্ঘটনাটি ঘটে। এদিন স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে এমিলিয়ানো জাপাতা মিউনিসিপালিটির একটি বিমানবন্দর থেকে লেয়ার জেট-৪৫ এয়ারক্রাফটটি উড্ডয়ন করে। পরে বিমানটি যাত্রাপথে দুর্ঘটনার শিকার হয়। যদিও দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় এখনো জানায়নি কর্তৃপক্ষ।


এ দিকে ঘটনাটির তদন্ত করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর সেনাবাহিনী। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে আরোহী ঠিক কতজন ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।




এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দুর্ঘটনার কারণ বা এ সংক্রান্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

ads

Our Facebook Page