ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাসহ পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হচ্ছেন, বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (৭০), একই জেলার শেরপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ধীরেনের ছেলে শ্রী বমল কুমার দাস (২৫), সারিয়াকান্দি থানার সারিয়াকান্দি গ্রামের আব্দুর রউফ রাজ্জাকের ছেলে খোকন (৩০) ও শিবগঞ্জ থানার বারতকলা গ্রামের আতাউর রহমানের ছেলে মানিক (২৮) ও সিরাজগঞ্জের বেলকুচি থানার তামাই গ্রামের ছেলে আবুল হোসেনের ছেলে হান্নান সেখ (৬০)।


বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছলে সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ে হারিয়ে ফেললে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ বাসের ৪ জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওই সময় আহতদের মধ্যে আরও একজন মারা যায়।


সিরাজগঞ্জ সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা. সামিউল ইসলাম জানান, পাঁচজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত ১২ জনের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ads

Our Facebook Page