ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণ রোজার আগেই অনুষ্ঠিত হতে পারে: ইসি

শূন্য ঘোষিত লক্ষ্মীপুর-২ আসনে ভোটগ্রহণ রোজার আগেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। এই আসনের এমপি ছিলেন কাজী শহিদ ইসলাম পাপুল। কুয়েতের আদালতে সাজা হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

 

সংসদীয় আসনটিতে ভোটের বিষয়ে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘তার (পাপুল) সংসদ সদস্য পদ বাতিলের চিঠি পেয়েছি। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষিত হওয়ার ৯০ দিনের মধ্যেই সেখানে নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে।’

 

তিনি বলেন, ‘রোজার সময়ে সাধারণত কোনো নির্বাচন করা হয় না। এটাও সম্ভবত দেয়া হবে না। বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় আছে। ঈদের পরে নির্বাচন করলে ৯০ দিন পার হয়ে যাচ্ছে কিনা সেটা হিসাব করতে হবে। সেক্ষেত্রে রোজার আগেই নির্বাচন করার সম্ভাবনা বেশি। তবে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

ads

Our Facebook Page