ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

করোনায় আক্রান্ত ভারতের উপরাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার সকালে তার কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। উপরাষ্ট্রপতির দপ্তর এক টুইটে জানিয়েছে, ভেঙ্কাইয়া নাইডুর কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতির স্ত্রী উষা নাইডুরও মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে তার ফল নেগেটিভ এসেছে। তাকেও আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ভারতের পার্লামেন্টের বর্ষা অধিবেশন সমাপ্ত হয়েছে। তারপরই রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে থাকা নাইডুর করোনার রিপোর্ট পজিটিভ এলো।

ads

Our Facebook Page