ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এখন সময় দেশ গড়ার

তোমরা বলো ধুমপানে বিষপান কিন্তু
আমার একান্ত ইচ্ছা তামাকের পাইপ টেনে
ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন করি চারপাশ,
কারণ বঙ্গবন্ধুর হাসিমাখা বলিষ্ঠ ঠোঁটে
ঝুঁলে থাকতো তামাকের একটি পাইপ।
ভালোবাসার বঙ্গবন্ধুর মতো ধুমপান করতে চাই
ভালবেসে বিষপান করতে আপত্তি নেই কোন।
তোমরা যারা থাকবে পাশে
তাদের ও জীবন নাশের শংকা আছে।
আমিতো চাই সব পুড়ে যাক
সব মরে যাক, নিশ্চিহ্ন হোক এই বঙ্গ
যার বন্ধুকে তোমরা নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করেছো।
এই একাকী নিঃসঙ্গ আমার খুব ইচ্ছা
একটি পরিবার হোক, ছেলে, মেয়েতে ভরে যাক সংসার
না ,না। সুখী পরিবার আমার লালসা নয়
যাপন করতে চাই বঙ্গবন্ধুর মত জীবন
তিনি যে পারিবারিক জীবন কে বড্ড ভালোবাসতেন।
আর তোমরা যারা বঙ্গবন্ধুর পরিবারকে বাঁচাতে পারোনি,
ধিক তোমাদের, ধিক তোমাদের সংসার সুখ।
যার জন্য পেলে এই স্বাধীন নিশ্চিন্তের সংসার জীবন
কী পেল তার পরিবার, বুলেট বিদ্ধ ঝাঁঝরা বুক?কারাগার মানে ইচ্ছার স্বাধীনতার সলিল সমাধি

কিন্তু আমি চাই কেউ আমার নামে
শত সহস্র মামলা দিক, কাটুক জীবন কাটুক কারাগারে।
কারণ বঙ্গবন্ধুর জীবনের সোনালী দিনগুলো
বড্ড কষ্টে, বড্ড অযন্তে কেটেছে এই কারাগারেই।
আর তোমরা যারা প্রজাপতির মতো
ঘুরে বেড়াও স্বাধীন ভাবে, স্বাধীন দেশে
কেন পড়ে না তোমাদের হাতে-পায়ে ডান্ডাবেড়ি
কেন থাক না লকআপে দিনের পর দিন।
কারণ যে বঙ্গবন্ধুর জন্য পেলে স্বাধীনতা
পেলে পায়ের নীচে সবুজ জমিন,
তার পায়ের নীচের জমিনই করেছো রক্তে রঙিন।কথা বলতে চাই না আর

শুধু কাজ করতে চাই দিনের পর দিন
হাতে তুলে নিয়েছি লাল সবুজের পতাকা
চোখ ভরা সপ্ন নিয়েছি এঁকে-
গড়বো বঙ্গবন্ধুর সোনার বাংলা।
আর তোমরা যারা ১৫ আগষ্ট আসলে
কুম্ভাশ্রু ঝরাও, মাইকে দেখাও কন্ঠের দাপট
আর কাঙালি ভোজের নামে বনভোজন করো
জানি নিজের জন্য ছাড়া তারা করবে না কিছুই।
কারণ তোমাদের হৃদয়ে বঙ্গবন্ধু নেই,
স্বপ্রেম ছাড়া স্বদেশ প্রেম নেই।
বন্ধু, বঙ্গবন্ধু নেই কিন্তু বঙ্গ তো আছে।
নেতা নেই তবু তো তার প্রতি প্রেম তো আছে।
সময় এখন দেশ গড়ার,
সময় এখন সোনার বাংলা গড়ার।

লেখক: শেখ মফিজুর রহমান
জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

Our Facebook Page