ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কুমিল্লায় বাসে আগুনের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ একজনের মৃত্যু

কুমিল্লার গৌরীপুরে বাসে আগুনের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। তার নাম গোলাম হোসেন (৭৫)।সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, তার শরীরের ৩১ শতাংশ পড়ে গিয়েছিল।


মৃত গোলাম হোসেন মতলব চাঁদপুর বাইশপুর গ্রামের মৃত নূর বক্সের ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন। এ ঘটনায় তার নাতনি সান্জানা (১৩), মেয়ে শাহিনুর (৩২)সহ তারা একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছিলেন।


গত বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা থেকে গোলাম হোসেন ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে আরামবাগ থেকে মতলব এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় কুমিল্লার গৌরীপুর এলাকায় পৌঁছালে বাসে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।


বাসে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ ঘটনা ঘটে বলে দাবি করেন দগ্ধের মেয়ে শাহিনুর। এ ঘটনায় ঘটনাস্থলে দুজন মারা যান। আহত হন একই পরিবারের ৩ জন এবং অপর পরিবারের ৮ জনসহ মোট ১৮ জন।


ওইদিন রাতেই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল।

ads

Our Facebook Page