ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

অপহীত কিশােরী সিফাত ইলমার লাশ উদ্ধার

গতকাল ৭ই মে ২০২০ইং বৃহস্পতিবার উত্তরা দিয়াবাড়ী বেড়ীবাধ এলাকা থেকে একটি ১৫/১৬ বত্সরের কিশােরী মেয়ের লাশ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শী এলাকার কৃষকরা ভােরে জমিতে কাজে যাওয়ার সময় তুরাগ নদীর পাড়ে ছালার বস্তাবন্দি কিশােরীর লাশ দেখতে পায় এবং টহলরত হাইওয়ে পুলিশকে জানায়। পুলিশ লাশটি উদ্ধার করে তুরাগ থানার হেফাজতে হস্থান্তর করলে উত্তরা থানায় দায়েরকৃত সিফাত  ইলমা অপহরনের সূত্র ধরে পুলিশ কিশােরীর পিতা মাতাকে জানায় এবং তাহারা মেয়ের মৃত দেহ সনাক্ত করেন। উল্লেখ্য যে-ভিকটিমের পিতা নাজমুল আজম একজন উচ্চ পদস্থ্য টেক্সটাইল প্রকৌশলী এবং তাহার সাথে প্রভাবশালী রাজনৈতীক মহলের ব্যবসায়িক শত্রুতার জের ধরে কিশােরীকে গত ৩০/০৪/২০ইং সন্ধায় অপহরন ও মােটা অঙ্কের অর্থ মুক্তিপন দাবী করে বলে জানা যায় । কিন্তু সময়মত মুক্তিপন না দেওয়াতে এবং অভিভাবগ  উত্তরা থানায় এ বিষয় সন্দেহ ভাজনদের বিরুদ্ধে মামলা দায়ের করার ফলে সন্ত্রাসীরা কিশােরীকে ধর্ষন ও হত্যা করেছে বলে আইন সংস্থা ধারনা করেন। থানার ওসি অবগত করেন যে-লাশটি বর্তমানে ময়না তদন্তের জন্য ডি.এম.সি.এইচ. ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে এবং রিপাের্ট হাতে পাওয়ার পর আইন সংস্থা প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে নিশ্চিত করেছে। 

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page