করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা এস এম মহসীন। নগরীর ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মহসীনকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৫ এপ্রিল) ইম্পালস হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান এস এম কামরুজ্জামান সাগর।
এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। প্রায় চার দশকের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয়ের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন এস এম মহসীন।
শোবিজ অঙ্গনের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১ এপ্রিল জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত করোনা পজিটিভ। নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েতও এ ভাইরাসে আক্রান্ত।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ১৯৪০৪ | ৫১৫১১৬১ |
আক্রান্ত | ৩৬৯৮ | ৭১৮৯৫০ |
সুস্থ | ৬১২১ | ৬১৪৯৩৬ |
মৃত | ১০২ | ১০৩৮৫ |