ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর দারাজ

বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হলো শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। বুধবার (৭ এপ্রিল) থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত তারা চুক্তিবদ্ধ হয়েছে।


এখন থেকে জাতীয় দল, ‘এ’ দল ও যুব দলের কিটের ওপর দেখা যাবে দারাজের লোগো। আর এর সহযোগী প্রতিষ্ঠান হাংরিনাকি হবে দলের কিটস পার্টনার।


বাংলাদেশ ক্রিকেটে দারাজকে স্বাগত জানিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ই-কমার্স সাইটসে পরিণত হয়েছে দারাজ এবং নিঃসন্দেহে জনপ্রিয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক করতে পেরে বিসিবি আনন্দিত। দারাজকে ধন্যবাদ জানাই এগিয়ে আসায় ও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তাদের ব্র্যান্ডকে যুক্ত করার জন্য। আমি নিশ্চিত এটি হবে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক, আমরা বাংলাদেশের ক্রিকেটের সার্বিক সাফল্যের লক্ষ্যে কাজ করি।’


দারাজের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদাল হক বলেছেন, ‘এটা আমাদের জন্য স্মরণীয় মুহূর্ত কারণ দেশের জন্য কিছু করতে পারাটা সবসময় বিশাল আনন্দের। জাতীয় ক্রিকেট দলকে স্পন্সরশিপ দিতে পারায় মনে হচ্ছে আমরা বাংলাদেশের ক্রিকেটের একটা গৌরবের অংশ হলাম। সামনের বছরগুলো আমরা অনেক অর্জন উদযাপনের জন্য মুখিয়ে আছি।’

Our Facebook Page