ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

জো বাইডেনকে বিএনপির অভিনন্দন

 যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রবিবার বিএনপি জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করছে যে তিনি বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরাল অবদান রাখবেন। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘বাইডেনের ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতীম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে বাংলাদেশের জনগণও আনন্দিত।দলটি আশা করছে যে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরাল ও শক্তিশালী হবে এবং বিশ্বে শান্তি ও গণতন্ত্রায়ন প্রক্রিয়া তরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের জনগণ ও বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়।


দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এবং আমার পক্ষ থেকে জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।তিনি আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন এবং একই সাথে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরাল অবদান রাখবেন।


অভিনন্দন বার্তায় ফখরুল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দুই দেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, জো বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।বিবৃতিতে বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ads

Our Facebook Page