ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

মুশফিক ও তার পরিবারকে রক্ষা করেছে টিকা

দেশজুড়ে চলছে সপ্তাহব্যাপী টিকাদান কর্মসূচি। এই টিকাদান সপ্তাহে টিকা নিতে সবাইকে উদ্বুদ্ধ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ইউনিসেফের শুভেচ্ছাদূত এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জানিয়েছেন, মারাত্মক রোগ থেকে টিকাই নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে রক্ষা করেছে।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছেলে শাহরুজ রহিম মায়ানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মুশফিক। যার ক্যাপশনে তিনি সবার টিকা নিশ্চিত করার ব্যাপারে সজাগ হওয়ার আহ্বান জানান।


মুশফিক লিখেছেন, ‘আমাকে, আমার সন্তানকে এবং আমার দেশকে পোলিও, হাম এবং ডিপথেরিয়ার মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করেছে টিকা। তাই এই বিশ্ব টিকাদান সপ্তাহে, ইউনিসেফ এর জরুরি আহ্বানের সাড়া দিন: আপনার এবং আপনার শিশুর সময়মতো টিকা নিশ্চিত করে নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন।’


তাই এই বিশ্ব টিকাদান সপ্তাহে, UNICEF এর জরুরি আহ্বানের সাড়া দিন: আপনার এবং আপনার শিশুর সময়মতোন টিকা নিশ্চিত করে নিজেকে, প্রিয়জনকে এবং পুরো পৃথিবীকে মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করুন।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page