ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে তুলনামূলক কম ব্যবহারকারী নিবন্ধন করেছেন। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে জার্মানিভিত্তিক গবেষণা সংস্থা স্ট্যাটিস্টা।


নেটফ্লিক্স এক বিবৃতিতে জানায়, ২০২০ সালের প্রথম তিন মাসে প্ল্যাটফর্মটিতে পেইড সাবস্ক্রিপশন নেন প্রায় দেড় কোটি ব্যবহারকারী। ২০২১ সালে সেটি নেমে এসেছে চার লাখে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মটিতে ২০ কোটির বেশি পেইড সাবস্ক্রাইবার রয়েছে। এর মধ্যে গত বছরেই ৩ কোটি ৬০ লাখ ব্যবহারকারী পেইড সাবস্ক্রিপশন নেন।


প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ ও টেকক্রাঞ্চের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অল্প সময়ের মধ্যে পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা কমে যাওয়ার কারণ চিহ্নিত করেছে নেটফ্লিক্স। তারা বলছে, গত বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী লকডাউন আরোপ করা হয়। সে সময় ঘরবন্দী হয়ে পড়া প্রচুর ব্যবহারকারী নেটফ্লিক্সে নিবন্ধন করেন। কিন্তু চলতি বছর অনেক দেশেই লকডাউন শিথিল হয়ে যাওয়ার কারণে প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সংখ্যা কমে যায়।


দ্য ভার্জ ও টেকক্রাঞ্চে আরও বলা হয়, ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ১৭১ কোটি ডলার। প্ল্যাটফর্মটি বলছে, লকডাউনের কারণে নতুন কনটেন্ট তৈরি না হওয়াটাও একটা ফ্যাক্টর। গত বছর লকডাউনের কারণে নতুন সিনেমা, ওয়েবসিরিজ বা অন্যান্য ভিডিও কনটেন্ট তৈরি সম্ভব হয়নি।


নেটফ্লিক্স জানায়, ‘ব্যবহারকারীরা কেবল নেটফ্লিক্সই ব্যবহার করছে না। অন্যান্য মাধ্যমও তারা ব্যবহার করছেন। আমরা বুঝতে পারি ব্যবহারকারীরা কনটেন্ট চান। চলমান মহামারির কারণে নতুন কনটেন্ট তৈরি করা সম্ভব হয়নি।’

ads

Our Facebook Page