ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইউটিউব চ্যানেলের নাম বদল করবেন যেভাবে

ইউটিউব চ্যানেলের নাম বদল করার জন্য আর নতুন গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। ক্রিয়েটররা চাইলে নিজের ইউটিউব চ্যানেলের নাম ও ছবি বদল করতে পারবেন। এর জন্য গুগল অ্যাকাউন্টের নাম ও ছবি বদল করতে হবে না।


এতদিন ইউটিউব ক্রিয়েটররা চ্যানেলের নাম ও ছবি বদল করতে হবে গুগল অ্যাকাউন্টের নাম ও ছবি বদল করতে হত। এবার সেই ঝামেলা থাকা মুক্তি মিলছে ইউটিউব ক্রিয়েটরদের। এর ফলে সহজেই নিজের গুগল অ্যাকাউন্টের নাম না বদলেই পরিবর্তন করা যাবে চ্যানেলের নাম।


যদিও চ্যানেলের নাম ও ছবি বদল করলে ভেরিফিকেশন ব্যাজ হারাবে সেই চ্যানেল। তাই পরে আবার ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে।


কীভাবে নিজের গুগল অ্যাকাউন্টের নাম বদল না করে ইউটিউব চ্যানেলের নাম বদল করবেন? দেখে নিন।


মোবাইল থেকে


স্টেপ ১। ইউটিউব অ্যাপ ওপেন করুন।


স্টেপ ২। নিজের ছবির উপরে ট্যাপ করুন।


স্টেপ ৩। ইওর চ্যানেল সিলেক্ট করুন।


স্টেপ ৪। এবার এডিট চ্যানেল সিলেক্ট করুন।


স্টেপ ৫। এখানে চ্যানেলের নতুন নাম ও প্রোফাইল ছবি দিয়ে দিন।


স্টেপ ৬। এবার সেভ সিলেক্ট করুন।


ডেক্সটপ থেকে


স্টেপ ১। ইউটিউব স্টুডিও ওপেন করুন।


স্টেপ ২। বাঁ দিকে কলামে 'কাস্টমাইজেশন’ সিলেক্ট করুন।


স্টেপ ৩। বেসিক ইনফো সিলেক্ট করুন।


স্টেপ ৪। এবার পেনসিল এডিট আইকন সিলেক্ট করুন।


স্টেপ ৫। এবার প্রোফাইলের নাম ও ছবি বদল করুন।


স্টেপ ৬। পাবলিশ সিলেক্ট করুন।

Our Facebook Page