ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

টিকার আওতায় আসছেন রাবি শিক্ষার্থীরা

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্তির জন্য বলা হয়েছে। টিকা নিতে আগামী ২৪ মের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের।


সোমবার আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে নাম অন্তর্ভুক্তির লক্ষ্যে আগামী ২৪ মে’র মধ্যে অনলাইনে জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দিয়ে নিবন্ধন করতে হবে। sites.ru.ac.bd/studentnid/login.php- এই লিংকে গিয়ে শিক্ষার্থীদের আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ads

Our Facebook Page