ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

করোনা পরীক্ষার ফি ৩ হাজার টাকা থেকে কমিয়ে ২৫০০ টাকা করা হয়েছে

সরকারি পর্যায়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি ১০০ টাকা থাকলেও বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষার ফি ৩ হাজার টাকা থেকে কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা নিয়মি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


করোনাভাইরাস শনাক্তে বিদেশগামীদের সরকারি বা বেসরকারি যেকোনো ল্যাব থেকে নমুনা পরীক্ষায় করতে তিন হাজার টাকা ছিল। এখন তা কমিয়ে ২ হাজার ৫০০ টাকা করা হয়েছে।


সাধারণ লোকজনের বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা করাতে ৩ হাজার ৫০০ টাকা লাগতো। এখন কমিয়ে ৩ হাজার টাকা করা হয়েছে। বেসরকারিভাবে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করালে ৪ হাজার ৫০০ টাকার স্থলে এখন ৩ হাজার ৭০০ টাকা দিতে হবে। সরকারি পর্যায়ে পরীক্ষা করাতে গেলে আগের মতো ১০০ টাকাই লাগবে।


করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই ঈদের আগে মানুষ শহর ছেড়ে গাদাগাদি করে গ্রামে যাচ্ছেন। গ্রাম থেকে শহরে ফিরে করোনার কোনো উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করাতে বলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

ads

Our Facebook Page