ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

যশোরে আরও দুইজনের শরীরে ভারতীয় করোনার ধরণ

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা দুইজনের নমুনায় করোনার ভারতীয় ধরণ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের স্পাইক প্রোটিনের সিকুয়েন্সিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, গত ১২ মে যশোর সদর হাসপাতাল থেকে দুইজনের নমুনা পাঠানো হয়। নমুনা পজিটিভ হওয়ার পর ভারত ফেরত যাত্রী হওয়ায় তাদের নমুনার ধরণ শনাক্তের জন্য স্পাইক প্রোটিনের সিকুয়েন্স সম্পন্ন করা হয়।


মঙ্গলবার (১৮মে) তাদের নমুনায় ভারতীয় ধরণ বি ১.৬১৭.২ এর অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটি উদ্বেগজনক ধরণ। এ ধরণ ইতোমধ্যে ৬০টি দেশে ছড়িয়েছে। ডাবল মিউট্যান্ট না হলেও এটি উদ্বেগজনক।


তিনি আরও জানান, এখন যারা ভারত থেকে আসছেন তারা ভারতীয় যে কোন ধরণ বহন করতে পারে। সেজন্য আমরা নমুনা পজিটিভ হলেই ধরণ নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এ ধরণের রোগীকে নেগেটিভ না হওয়া পর্যন্ত ছাড়া ঠিক হবে না। এছাড়া দ্রুত ভ্যাকসিনের কার্যক্রম শেষ করতে হবে। তাহলে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকবে। এছাড়া মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানা ও ভারত থেকে মানুষের যাতায়াত কম করতে হবে বলে পরামর্শ দেন তিনি।


তবে এ বিষয়ে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, এ বিষয়ে কোন তথ্য থাকলে আইইডিসিআর ব্রিফিং করবে।


প্রসঙ্গত, এর আগে ৮ মে যশোরে দুইজনের শরীরের ভারতীয় ধরণ করোনা শনাক্ত হয়েছিল।

ads

Our Facebook Page