ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

শ্যামাপূজা ও আলোর উৎসব দীপাবলী উপলক্ষ্যে একদিন বন্ধের পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে যথা নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।ভোমরা স্থলবন্দর সিঅ‌্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।


সাধারণ সম্পাদক জানান, শ্যামাপূজা ও দীপাবলী উপলক্ষ্যে ভারতের ঘোজাডাঙ্গা সিঅ‌্যান্ডএফ এ্যাসোসিয়েশন শনিবার এক দিনের জন্য সব ধরনের পণ‌্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলো। এরপর আজ সকাল ১১টার পর থেকে আবারও যথা নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।


ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমের পাশাপাশি পাসপোর্ট যাত্রীদের জন্য ইমিগ্রেশন অফিস খোলা রয়েছে।

ads

Our Facebook Page