ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ওমানে করোনায় আক্রান্ত হয়ে রাউজানের দুই ভাইয়ের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে করোনায় আক্রান্ত হয়ে একঘণ্টার ব্যবধানে রাউজানের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত এই দুই ভাই হলেন, উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ির মৃত সুলতান আহমদ প্রকাশ মাহবুবের বড় পুত্র মো. আবুল কালাম (৬০) ও তৃতীয় পুত্র আবুল কাসেম (৫০)।


বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭ টায় ও ৮টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাবার বিষয়টি নিশ্চিত করেন নিহতদের ছোট ভাই আবু মোহাম্মদ আক্কাছ উদ্দিন মানিক।


পরিবার সূত্রে জানা যায়, গত ইদের দিন তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর হতে ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হলে সেখানে দীর্ঘ ২১দিন হাসপাতালে চিকিৎসা নেন তারা। অবশেষে বৃহস্পতিবার তারা মারা যান।


স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় তাদের লাশ দেশের আনা হবে না। সেখানে দাফন সম্পন্ন করা হবে। জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান এবং তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান।


একঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের পরিবারে চলছে শোকের মাতম।

ads

Our Facebook Page