ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দাম কমছে দেশি কম্পিউটার-ল্যাপটপের

২০২১-২২ অর্থবছরে বাজেট পাস হলে দেশে উৎপাদিত কম্পিউটার, ল্যাপটপ ও আইসিটি পণ্যের দাম কমবে। এসব উৎপাদনের জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের জন্য প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।


বৃহস্পতিবার (৩ জুন) বিকালে সংসদে আয়োজিত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল প্রস্তাবটি পেশ করেন। বাজেট বক্তৃতায় তিনি বিদেশি ফিচার ফোন আমদানিতে শুল্কহার বৃদ্ধিকরণের প্রস্তাব করেন।


অর্থমন্ত্রী বলেন, দেশে প্রযুক্তি বিকাশে দেশে হার্ডওয়্যার উৎপাদন করলে শর্ত সাপেক্ষে ১০ বছর কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।

ads

Our Facebook Page