ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

শ্রীপুর উপজেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল পেল ৩৭ শিক্ষার্থী

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদের উদ্যোগে আজ (৯ জুন) বুধবার সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও এডিপি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এদের মধ্যে নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের মধ্যে ২০টি ও বাকী ১৭টি সাইকেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়।শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন প্রমুখ। এ ছাড়া ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী জানান,মেয়ে শিক্ষার্থীরা পাবলিক গাড়িতে যাতায়াতের কারণে অনেক সময় নানাভাবে হয়রানীর শিকার হয়। শিক্ষার্থীদের যাতায়তের কথা বিবেচনা করে স্থানীয় সরকার বিভাগের এডিপি প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 

ads

Our Facebook Page