ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নোয়াখালী কোম্পানীগন্জে আবারও আতংক বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের বিবাদ মান  দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি করেছে পৌরসভা এলাকায় স্থানীয় প্রশাসন।বৃহস্পতিবার (২৪ জুন)বেলা  ১১.৩০টায় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীর।তিনি জানান,কিছু রাজনীতিক দলের উত্তেজনা মুলক বক্তব্য ও সভা সমাবেশ মিটিং ডাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।এই সময়ের মধ্যে বসুহাট পৌরসভা এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত,মিটিং, মিছিল করা যাবে না।এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি মোতাবেক দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে  ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগম ও মীর্জা কাদেরের প্রতিপক্ষ ভাগিনা ফখরুল ইসলাম রাহাত এর বাসায় দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।এদিকে নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরীর কোম্পানীগঞ্জের অনুসারীদের ও অস্ত্র উদ্ধার অভিযান এবং গ্রেফতারের দাবিতে একই স্থানে বিকেল ৩টায় পাল্টা সমাবেশের ডাকে কাদের মির্জার অনুসারী কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। এই নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা উত্তেজনার সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে।সংঘাত এড়াতে এবং জনগনের জানমান ও বসুরহাট বাজারের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর।কোম্পানীগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও থমথমে বিরাজ করছে।সংঘাত এড়াতে প্রশাসন অতিরিক্ত পুলিশ,র্য্যাব মোতায়েন করছে বলে জানা যায়।

Our Facebook Page