আমি হতভম্ব, আমি দিবাচল,আমি নিশাচল,
আমি যা পাই তাই ই খাই,
আমি কবিতা খাই, আমি গদ্য খাই, আমি পদ্য খাই,
আমি য়া পাই সবই খায়,
আমি হালাল খাই , আমি হারাম খাই,
আমি য়া পাই সবই খাই,
আমি আলোচনা খাই, সমালোচনা খাই,
আমি শুকর খাই, আমি গো খাই
আমার কােন জাত নাই,
আমি বেজাত,
আমি য়া পাই সবই খাই,
আমার ধর্মনাই আমার কর্ম নাই,
আমি য়া পাই সবই খাই,
আমি অহংকারী, আমি রহমকারী,
আমার আছে কারিকারি,
আমার দুঃখ নাই, আমার কস্ট নাই,
আমি য়া পাই সবই খাই
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |